ফরিদপুরের নগরকান্দায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় এবং জাইকার সহায়তায়, অটিস্টিক ও প্রতিবন্ধীদের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলার সমাজসেবা অধিদপ্তর।
অনুষ্ঠানটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, মৎস্য কর্মকর্তা শেখ তানভির আখতার।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত অটিস্টিক ও প্রতিবন্ধীদের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে হাস-মুরগী ও শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেন।