• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

পৃথক অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৯:০২ পিএম
পৃথক অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা

জেলার বাসাইল ও কালিহাতী উপজেলায় পৃথক অভিযানে ১৮টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) সরকারঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন জানান, লকডাউন অমান্য করায় আজ লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অপর দিকে, কালিহাতীতে ১১টি মামলায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যারা সরকারঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!