জেলার বাসাইল ও কালিহাতী উপজেলায় পৃথক অভিযানে ১৮টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) সরকারঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন জানান, লকডাউন অমান্য করায় আজ লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপর দিকে, কালিহাতীতে ১১টি মামলায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যারা সরকারঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।