• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশ সদস্যের স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৪:৪৮ পিএম
পুলিশ সদস্যের স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ
নির্যাতিত গৃহকর্মী স্বপ্না

ঢাকার সাভারে পুলিশের এক সদস্যের স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বপ্না (১৯) নামের ওই ভুক্তভোগী গৃহকর্মী বর্তমানে সাভার মডেল থানার হেফাজতে রয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক।

অভিযুক্ত সুইটি বেগম পুলিশ সদস্য শাহেদের স্ত্রী। তারা সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় বসবাস করেন। তবে শাহেদ কোন থানায় কর্মরত, তা জানা যায়নি।

স্বপ্না জানান, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ডিম রান্না করতে দেরি হওয়ায় সুইটি রুটি বানানোর কাঠের বেলন দিয়ে তার হাতে আঘাত করেন। এতে তিনি হাতে প্রচণ্ড ব্যথা পান। কিছুক্ষণ পর হাতব্যথার কারণে কাপড় পরিষ্কার করতে না পারায় ফের বেলন দিয়ে স্বপ্নাকে এলোপাতাড়ি মারধর করেন সুইটি। এতে স্বপ্নার মাথা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

স্বপ্না আরও অভিযোগ করেন, মারধরের পর তাকে কোনো ধরনের চিকিৎসাসেবা দেননি সুইটি। উল্টো এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। শুক্রবার সকালে কৌশলে ওই বাসা থেকে বের হয়ে প্রথমে ব্যাংক কলোনির একটি রিকশার গ্যারেজে আসেন স্বপ্না। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় থানায় গিয়ে ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক মোমিনুল হক জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই গৃহকর্মীকে থানায় হেফাজতে রাখা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!