• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

পুকুরে মিলল ব্রিটিশ আমলের পিলার সাদৃশ্য বস্তু


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৯:০৯ পিএম
পুকুরে মিলল ব্রিটিশ আমলের পিলার সাদৃশ্য বস্তু

লক্ষ্মীপুরে আম খুঁজতে পুকুরে নেমে লোহার প্রলেপ লাগানো ব্রিটিশ আমলের পিলার সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। এটি দেখতে মর্টারসেলের মতো। আবার রকেট ল্যাঞ্চারের মতোও মনে হচ্ছে। এ নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়ে হয়েছে।

রোববার (১৫ মে) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমনসা গ্রামের ফজু মিয়ার বাড়ির পুকুরে বস্তুটি পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, পুকুর পাড়ের গাছ থেকে আম পাড়ার সময় আমগুলো পানিতে পড়ে যায়। এতে স্থানীয় বাসিন্দা মিতাব রহমানসহ কয়েকজন আম খুঁজতে পুকুরে নামেন। একপর্যায়ে লোহার বস্তুটি পাওয়া যায়। কৌতুহলবশত মানুষজন ওই বাড়িতে ভিড় জমায়। স্থানীয়রা ধারণা করছে এটি মহামূল্যবান বস্তু।

মিতাব রহমান বলেন, “আম খুঁজতে গেলে পুকুরের মাটির নিচে বস্তুটি পাই। প্রাচীন এ বস্তুটি এখানে কীভাবে এলো সেটা বুঝতে পারছি না। এটি এখনও আমার কাছেই রয়েছে।”

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, “ঘটনাটি আমাকে কেউ জানায়নি। স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” 

Link copied!