• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:৩০ পিএম
পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাঁতার না জানায় বাড়ির পাশে পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার গোপীনাথপুর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে নিরব মিয়া (১১)। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অপরজন একই গ্রামের মো. হায়দার আলী বিল্লাল হোসেন (১০)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ওই দুই শিশু সাঁতার জানত না। দুপুরের দিকে ওই দুই শিশু বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে খেলতে গিয়ে পা পিছলে পুকুরের মধ্যে চলে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজির পর ওই দুই শিশুকে পুকুরে ভেসে উঠতে দেখে। পরে তাদের একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা পথে মারা যায়।

মোল্লা জাকির আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!