• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

পিকআপ চাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৩:০০ পিএম
পিকআপ চাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

পাবনায় পিকআপ চাপায় রিয়া খাতুন (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছে। এই ঘটনায় তার স্বামী মৃদুল আলী গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) সকালে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়া খাতুন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃদুল আলীর স্ত্রী। তিনি ঈশ্বরদী ইপিজেডে নারী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং ছয় মাসের গর্ভবতী ছিলেন। তার স্বামী আহত মৃদুল আলীও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজে যোগদানের উদ্দেশে মোটরসাইকেলে করে কুষ্টিয়া থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন মৃদুল ও রিয়া। পথে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে পৌঁছালে একটি দ্রুতগামী পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিয়া। অন্যদিকে মৃদুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে রূপপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, “নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!