• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

পিকআপের ধাক্কায় নিহত ২


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৩৭ পিএম
পিকআপের ধাক্কায় নিহত ২

সোনারগাঁ উপজেলার তালতলা স্ট্যান্ডে পিকআপভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন উপজেলার ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০) এবং বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাবিব (১২)। আহত দুজনের মধ্যে একজনের নাম মনির হোসেন।

সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন জানান, আজ সকালে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তালতলা স্ট্যান্ডে মাছবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে।

Link copied!