• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬
দৌলতদিয়া ফেরিঘাট

পারাপারের অপেক্ষায় হাজারো যানবাহন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:০০ পিএম
পারাপারের অপেক্ষায়  হাজারো যানবাহন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ১ হাজার যানবাহন। নদীতে ড্রেজিংয়ের কারণে কয়েক দিন ধরে সৃষ্ট যানবাহনের জট এখনো রয়েছে দৌলতদিয়া ঘাটে। ফলে ভোগান্তিতে পড়েছেন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করা করা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার অংশজুড়ে রয়েছে যাত্রীবাহী বাস, পচনশীল পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানের সারি। এছাড়া দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার দূরে জেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার অংশজুড়েও রয়েছে অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানের সারি। যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও ভোগান্তি পোহাতে হচ্ছে অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানচালকদের।

পটুয়াখালী থেকে আসা কাভার্ড ভ্যানচালক মোতালেব খান বলেন, “গতকাল সন্ধ্যায় এসে এখানে পৌঁছাইছি। সারা রাত এমন খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। গাড়ি সারা রাতই একটু একটু করে আগাইছে। কিন্তু ২ মিনিট আগাইছি তো ২০ মিনিট বসে থাকতে হয়েছে।”

ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক আফসার আলী বলেন, “এই ঘাট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয় ট্রাকচালকদের। আমাদের দিনের পর দিন খোলা জায়গায় থাকতে হয়। আমাদের থাকা, খাওয়া, ঘুম,বিশ্রাম বা টয়লেটের কোনো সুযোগ-সুবিধাই নাই।”

যশোর থেকে কাভার্ড ভ্যান নিয়ে আসা চালক মোহন সরদার বলেন, “গত রাত ৭টার দিকে এখানে এসে পৌঁছেছি। কিন্তু সারা রাতেও ফেরিতে উঠতে পারি নাই। সারা রাত জেগে কাটিয়েছি। কারণ, গাড়ি কখন টান দিতে হয়, তা বলা যায় না। আবার গাড়িতে ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গাও নেই। আর এখানে তো ঘুমানো বা বিশ্রামের জন্য কোনো জায়গাও নেই।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। সড়কে কিছু ট্রাক সিরিয়ালে আছে, যার চাপও দ্রুত কমে যাবে আশা করছি। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। ড্রেজিংয়ের কাজ চলায় ঘাটস্বল্পতা রয়েছে। যে কারণে দৌলতদিয়া প্রান্তে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করি।

Link copied!