• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

পানিতে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছের ঘের


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১১:১৮ পিএম
পানিতে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছের ঘের

বাগেরহাটের রামপালে টানা বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছের ঘের৷ একই সঙ্গে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা৷ চারদিকে শুধুই থইথই পানি৷ অধিকাংশ এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি এখন পানিতে সয়লাব৷ সবজির ক্ষেত পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ কোথাও কোথাও ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে৷ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর৷

রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুজ্জামান জানান, অতিবৃষ্টির কারণে রামপালে মাছের ব্যাপক ক্ষতি হয়েছে৷ পানিতে ডুবে ক্ষতি হয়েছে ৩ হাজার ৫৪২টি পুকুরের মোট ৭০ লাখ ৮৬ হাজার টাকা, ৩ হাজার ২৩৭টি ঘেরে মোট ৩ কোটি ৮৪ হাজার টাকা এবং মোট অবকাঠামাের ক্ষতি হয়েছে ৮ লাখ ৮০ হাজার টাকা৷ এ পর্যন্ত প্রাথমিক তথ্যে রামপালে মােট মৎস্যসম্পদের ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ৷

ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন বলেন, “আমি ৯টি উপজেলার যে তথ্য জেনেছি, তার মধ্যে অতি বর্ষণের কারণে সব থেকে বেশি ক্ষতি হয়েছে রামপাল উপজেলায়৷ এখানকার ক্ষয়ক্ষতি নিরূপণে এখনো বিভিন্ন দপ্তর কাজ করছে৷

ইউএনও আরও বলেন, “দুর্গত ব্যক্তিদের মধ্যে যদি কেউ খাবারের কষ্টে থাকেন তবে ৩৩৩ নম্বরে ফোন করলে আমরা তাদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে পারব৷ দুর্গত মানুষের পাশে প্রশাসন থাকবে৷”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!