• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৭:০৫ পিএম
পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহরে পানিতে ডুবে আদিবা (২) ও আরিফা (২) নামে দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৭ নভেম্বর) সকালে উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের অষ্টগ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আদিবা ও আরিফা উত্তরপাড়ার আলী হোসেনের মেয়ে।

নিহত শিশুদের স্বজনরা জানান, আজ (রোববার) সকাল ১০টার দিকে খেলার সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় আদিবা ও আরিফা। পরে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ নিয়ে তালশহর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় শিশু দুটি। এটি খুবই মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারটির সব ধরনের খোঁজখবর রাখছি। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!