• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পানিতে ডুবে যমজ ২ বোনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১০:১০ এএম
পানিতে ডুবে যমজ ২ বোনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকেলে উপজেলার টিলাটয়িা গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ওই দুই বোন হলো টিলাটিয়া গ্রামের কৃষক সাদেকুল ইসলামের মেয়ে নাদিয়া (৪) ও সাদিয়া (৪)।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল বেলা দুই বোন মিলে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে হঠাৎ তাদের পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের সন্ধান মেলে। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিশুরা খেলতে খেলতে একজনের দেখাদেখি আরেকজন গিয়ে পুকুরে নামলে পরে আর কেউ উঠতে পারেনি, পরে দুইজনেই মারা যায়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!