• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

পাটুরিয়ায় যাত্রীদের চাপ বাড়ছে


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১০:৫৩ এএম
পাটুরিয়ায় যাত্রীদের চাপ বাড়ছে

কঠোর বিধিনিষেধ উঠে যাবার দ্বিতীয় দিনে পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।

সকাল থেকেই সড়ক মহাসড়ক ও ঘাট এলাকায় বাস-ট্রাকের কিছুটা চাপ বাড়লেও ঘাট এলাকায় নেই পারাপারের ভোগান্তি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মো: জিল্লুর রহমান জানান, ছোট বড় ১৫ টি ফেরি দিয়ে দূরপাল্লার বাস, জরুরি পণ্য ও পশুবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। নাব্য সংকট না থাকায় ফেরি পারাপারেও অল্প সময় লাগছে। 

তিনি আরো জানান, বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় তিনশতাধিক পণ্যবাহী ট্রাক পাড়ের অপেক্ষায় রয়েছে। তবে বাস ঘাটে আসা মাত্রই পাড় হয়ে যাচ্ছে। আজকে ফেরি বহরে আরো একটি ফেরি যোগের সম্ভাবনা রয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ৩৪ টি লঞ্চ চলাচল করছে। তবে, লঞ্চঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Link copied!