• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

পর্যটকদের হোটেল ভাড়া দেওয়া হবে না


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ১০:৫০ এএম
পর্যটকদের হোটেল ভাড়া দেওয়া হবে না

কক্সবাজারে দীর্ঘ চার মাস পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল খোলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

তবে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না পর্যটকদের। শুধু জীবন ও জীবিকার তাগিদে যারা কক্সবাজার আসবেন, তাদেরকেই রাখা যাবে।

কক্সবাজারে আগত কোনো মানুষ কোনোভাবেই নামতে পারবে না সমুদ্রসৈকতে। একই সঙ্গে ঘোরাঘুরি নিষেধ জেলার সব দর্শনীয় স্থান। 

এ বিষয়ে কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেওয়া যাবে। তবে কোনোভাবেই পর্যটককে ভাড়া দেওয়া যাবে না। যারা আসবে তাদের পর্যটন স্পটে যেতে বারণ করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না। 

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, গত ২৪ জুন পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের আলোকেই মঙ্গলবারের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

মামুনুর রশীদ আরও বলেন, জরুরি কাজে যারা কক্সবাজার আসবে শুধু তাদেরই হোটেলে রাখা যাবে। এছাড়া কোনো পর্যটন স্পটে যেতে পারবে না কেউ। এ বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চভাবে নিশ্চিত করা হবে।

Link copied!