• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০২:৪০ পিএম
পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু

পদ্মা সেতুর সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ (কার্পেটিং) শুরু হয়েছে।

বৃষ্টির কারণে এ কার্যক্রম পিছিয়ে গেলে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ কাজ শুরু হয়। বাংলাদেশ সেতু বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের সংবাদমাধ্যমকে বলেন, “পিচ ঢালাই শুরুর প্রস্তুতি আমরা আগেই নিয়েছি। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তা শুরু করতে পারব বলে আশা করেছিলাম। শেষ পর্যন্ত তা শুরু করা যাচ্ছে।”

জানা যায়, গত ১৯ অক্টোবর থেকে পদ্মা সেতুর সড়কপথে পানি নিরোধক রাসায়নিকের স্তর তৈরির কাজ শুরু হয়। চার মিলিমিটার পুরুত্বের এ স্তরকে প্রকৌশলীরা ‘ওয়াটারপ্রুফ মেমব্রেন’ নামে অভিহিত করছেন।

ইংল্যান্ড ও ইতালি থেকে এ স্তর তৈরির জন্য রাসায়নিক আমদানি করা হয়েছে। সড়কপথে পানি নিরোধক রাসায়নিকের স্তর বসানোর কাজ শেষ হয়েছে। তারপর শুরু হয়েছে কার্পেটিং।

পদ্মা সেতুতে কার্পেটিংয়ের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।

Link copied!