• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

নোয়াখালী কোভিড হাসপাতালে আরও ১ জনের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০১:০৪ পিএম
নোয়াখালী কোভিড হাসপাতালে আরও ১ জনের মৃত্যু

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, “শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত  নতুন করে হাসপাতালে কোনো রোগী ভর্তি হননি। ৫ জন পুরুষ, ১২ জন নারীসহ হাসপাতালে করোনায় আক্রান্ত ১৭ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। পাঁচ রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।”

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলার ৩টি পিসিআর ল্যাবে ৩১৩টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩০২ জনের ফলাফল নেগেটিভ ও ১১ জনের পজিটিভ আসে। নতুন ১১ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে  ২০ হাজার ৪২০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৫৬ জন। মারা গেছেন ২২৫ জন।

পরীক্ষা বিবেচনায় জেলায় মোট আক্রান্তের হার শতকরা ১৫ দশমিক ২৪ ভাগ আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৮৬ দশমিক ৪৬ ভাগ। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায় ৬৭৪১ জন এবং সর্বোচ্চ মৃত্যু বেগমগঞ্জে ৬৯ জন।

Link copied!