• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

নোয়াখালীতে ১৪৪ ধারা চলছে


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৯:৪৫ এএম
নোয়াখালীতে ১৪৪ ধারা চলছে

আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে।

সোমবার (৬ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ সময় জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুরসহ পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-র‌্যালি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে নিরাপত্তা নিশ্চিতে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে  নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সমর্থকরা সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মেলনের ঘোষণা দেন। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে এবং পৌরসভা চত্বরে আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির ঘোষণা দেন মেয়র শহিদুল্লা খান সোহেল।

একই সময় টাউন হল চত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিনও সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন।

এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান।

Link copied!