• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০২:৫৫ পিএম
নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা

রাজশাহী নগরীতে মাদকাসক্ত মমিনুল ইসলাম পিয়াস (১৭) নামের এক কিশোর নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা করেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানার অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। 

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেশার টাকা না পেয়ে পিয়াস তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন জুয়েল হোসেনের বাড়ি ঘিরে রাখে। এজন্য পিয়াস পালাতে পারেনি। পুলিশ গিয়ে পিয়াসকে গ্রেপ্তার করে।”

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাখা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তান মুমিনুল ইসলাম পিয়াসের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জুয়েল হোসেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

Link copied!