• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

নির্বাচনী সহিংসতা, নরসিংদীতে নিহত ৩


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৯:২৭ এএম
নির্বাচনী সহিংসতা, নরসিংদীতে নিহত ৩

নরসিংদী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে কয়েকজন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আলোকবালি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের আশরাফুল, আমির হোসেন ও খুসু বেগম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষ বাধে। তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন আহত হতে পারেন।” 

Link copied!