নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৫:২৭ পিএম
নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর রিজ্জু নামের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় পৌর এলাকার ফতেমোহাম্মদপুর বেনারশী পল্লীর পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিজ্জু (২) ওই এলাকার হোসেন বিন পাশার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে নিখোঁজ হয় রিজ্জু। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি স্বজনরা। এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শিশুটির সন্ধান চেয়ে প্রচারণা চালায় তার পরিবার। তারপরও কোনো খোঁজ মেলেনি। অবশেষে আজ বেলা ১২টায় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে রিজ্জুর লাশ ভেসে ওঠে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, “ঈশ্বরদী বেনারশি পল্লী এলাকা থেকে রিজ্জু নামের একটি শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু হিসেবেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ। 
 

Link copied!