নাটোর শহরে মাদক সেবনের অভিযোগে ৯ জন আটক করেছে র্যাব-৫।
শনিবার (৩১ জুলাই) রাত ১০ টার দিকে শহরের দত্তপাড়া এলাকায় অভিযান েচালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল শনিবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনকালে ৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




































