• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নাটোরে বাদ্যশিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১০:০০ এএম
নাটোরে বাদ্যশিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর থেকে রেজাউল (৪৫) নামের এক বাদ্যশিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রেজাউল রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের আয়েস বাদলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা নিখিল সরকারের মেয়ের বিয়েতে বাদ্য বাজাতে আসেন বাঘা উপজেলার দিঘা গ্রামের রেজাউলসহ তার সঙ্গীরা। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নিখিল সরকারের বাড়ির পাশে একটি আমবাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করা হবে।

Link copied!