• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

নাটোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ১০:১৮ এএম
নাটোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাস্তান মোড়ে এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে মাস্তান মোড়ে দলীয় কার্যালয়ে ১০ থেকে ১২ জন লোহার রড, পাইপ, হাসুয়া নিয়ে হামলা চালায়। এ সময় অফিসে বসে থাকা যুবলীগের কর্মী হিমেলকে (১৮) বেধড়ক পিটিয়ে আহত করে তারা। হিমেলকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন বঙ্গবন্ধু সৈনিক লীগ নাটোর জেলা শাখার সহসভাপতি বাশারতুল্লাহ বাশার (৩৫)। দুর্বৃত্তরা অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাব ভাঙচুর করে।

ভাঙচুরের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে দ্রুততম সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দীন মিলন।

এদিকে ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মতিন বলেন, “আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!