• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

নাটোরে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:৫২ এএম
নাটোরে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৭ 

নাটোরে করোনা উপসর্গসহ তিন নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন হাজেরা বেগম (৬৫),আনোয়ারা বেগম (৫০) ও সেলিনা (৪৬)। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩১.৮০ শতাংশ। 

এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ৪ হাজার ৩৮২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬৯ জন। নাটোর আধুনিক সদর হাসপাতালের ভর্তি আছেন ১০৮ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৩৫১জন। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ জন।

সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় জানান, হাজেরা (৬৫) হাসপাতালের রেডজোন ও সেলিনা (৪৬) সদর হাসপাতালের ইয়োলো জোন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) হাফিজার রহমান জানান, সিংড়ায় আনোয়ারা (৫০) নামে এক নারীও করোনায় মারা গেছেন।

এদিকে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। তারা বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছেন। এছাড়া জেলা প্রশাসনের প্রায় ১২টি মোবাইল টিম সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ওষুধ ও নিত্যপণ্য এবং প্রয়োজনীয় কাঁচামালের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Link copied!