• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

নাটোরে অপ্রয়োজনে বের হলেই জরিমানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:১১ এএম
নাটোরে অপ্রয়োজনে বের হলেই জরিমানা

নাটোরে অপ্রয়োজনে বের হলেই জরিমানা গুনতে হবে সাধারণ মানুষকে।

রোববার (৪ জুলাই) সকাল থেকে পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহরের বিভিন্ন সড়কে টহল জোরদার করে পর্যবেক্ষণ করেন। 

কাউকেই অযথা বাড়ির বাইরে আসা এবং পথে চলাচল করতে দিচ্ছেন না। এমনকি জরুরি কাজে বের হওয়া লোকজনের মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা এবং তাদের কাজের সত্যতা পরীক্ষা করে দেখছেন। অপ্রয়োজনে বাড়ি থেকে বেড় হলেই গুনতে হচ্ছে জরিমানা।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী জানান, জেলা সদরসহ সবকটি উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অপ্রয়োজনে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া এবং কাগজপত্র না থাকায় ৩১টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে মোটি এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, করোনা সংক্রমণ কমাতে কঠোর লকডাউন মানাতে আমরা বদ্ধ পরিকর। কঠোর লকডাউনের বিধি নিষেধ মানাতে মামলা ও জরিমানা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

জেলা প্রশাসক শামিম আহমেদ জানান, স্বাস্থ্যবিধি না মানায় এবং অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার থেকে তৃতীয় দিন শনিবার অযথা ঘোরাঘুরি করায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৮৪ জনকে ৫৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

Link copied!