• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস আজ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১১:৪৪ এএম
নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস আজ

১১ ডিসেম্বর, শনিবার কুমিল্লার নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা হানাদারমুক্ত হয়। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সকালে র‌্যালি ও উপজেলা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালের এই দিনে অগ্রসরমাণ মুক্তিবাহিনীর আগমনের খবরে ভীত হয়ে এ উপজেলা থেকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। তৎকালীন চৌদ্দগ্রাম ও লাকসাম থানার সব সেক্টর কমান্ডারের নির্দেশে মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার নেতৃত্বে কানকির হাট-নাঙ্গলকোট সড়ক দিয়ে মুক্তিযোদ্ধারা নাঙ্গলকোট অভিমুখে আসতে থাকেন। এই সংবাদে পাকিস্তানি বাহিনী ভীত হয়ে পড়ে এবং তড়িঘড়ি করে নাঙ্গলকোট ত্যাগ করে।

এদিকে ক্যাপ্টেন এনামুল হক ও তার বাহিনী পরিকোট ব্রিজ, মেজর কাদের বিজয়পুর ব্রিজ উড়িয়ে দেয়। পরে মুক্তিযোদ্ধা ও জনতার প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী আরও ভীতসন্ত্রস্ত হয়ে পালাতে থাকে। হানাদারমুক্ত হয় নাঙ্গলকোট। দেশ স্বাধীনতার পর থেকে এই দিনটি নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!