• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০২:১৮ পিএম
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৯২ হাজার ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজারের পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

আটকরা হলেন কক্সবাজারের পিটিআই স্কুল এলাকার দুনু মিয়ার ছেলে মঞ্জুর আলম (৩২) ও উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার আলী আহমদের ছেলে নুরুল আলম (২৯)।

পুলিশ জানায়, বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে বেতবুনিয়া বাজারে যাওয়ার প্রবেশ মুখে পাকা রাস্তায় পৌঁছালে সন্দেহ হলে মঞ্জুর আলম ও নুরুল আলমের গাড়ির গতিরোধ করে পুলিশ। ওই সময় তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের বহনকারী ইঞ্জিনচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। 

ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, “দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় পাঠানো করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Link copied!