• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

নদী থেকে বালু উত্তোলন, ৮ জনের সাজা


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৩:১৪ পিএম
নদী থেকে বালু উত্তোলন, ৮ জনের সাজা

মানিকগঞ্জে কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক পিরোজপুরের চামিগ্রামের জাহাঙ্গীর বাহাদুরের ছেলে সম্রাট মিয়াকে ১ লাখ টাকা, বালু ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলার কান্দা পৌলী গ্রামের জবেদ আলীর ছেলে আলী আজম, পৌলী গ্রামের আছেম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ও মোহন মিয়ার ছেলে মাইনুদ্দিন মিয়াকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

একই সঙ্গে সদর উপজেলার গোয়ালডিঙ্গী গ্রামের খৈমুদ্দিনের ছেলে জসিম উদ্দিন, পৌলী গ্রামের আলাল উদ্দিনের ছেলে বদর উদ্দিন, ঘিওর উপজেলার চর মির্জাপুর গ্রামের আয়নাল হোসেনের ছেলে নুরুল ইসলাম, পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

Link copied!