• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৬:৫৭ পিএম
নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনের ভুবেনশ্বর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহিম ওরফে সাব্বির (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লোহরটেক এলাকার সর্দার বাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী শেখ আঃ রহিমের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত ফাহিম সাঁতার কাটতে জানত না। আজ মঙ্গলবার দুপুরে সে তার আরও দুই ভাইসহ অন্যান্য শিশুর সঙ্গে বাড়ির পাশে (লোহারটেক) ভুবেনশ্বর নদীতে গোসল করতে নামে। গোসল শেষে ফাহিম ছাড়া অন্যান্যরা বাড়িতে ফিরে আসে। তারা বাড়িতে এসে ফাহিমকে দেখতে পায় না। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর শিশুটিকে পানি থেকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমাইয়া ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Link copied!