• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৩:৫৭ পিএম
ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার পয়দা গ্রাম থেকে আটঘরিয়া থানায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি বাব-ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১১ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন সদর উপজেলার পয়দা গ্রামের মো. আক্কাস আলী সরদার এবং তার ছেলে মো. আশরাফুল আলম (২২)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

কিশোর রায় বলেন, বুধবার পৌনে ৯টার দিকে তথ্য প্রযুক্তির সহয়তায় র‍্যাব-১২ এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে পয়দা গ্রাম থেকে আক্কাস আলী সরদার এবং তার ছেলে আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, উক্ত মামলার বাদীর কন্যা নবম শ্রেণীতে পড়ে। স্কুলে যাতায়াতের সময় আশরাফুল আলম ওই মেয়েকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিত। ৩ আগস্ট আশরাফুল আলম ওই মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেন।

Link copied!