জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে ডাকা পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়িতে ঘুরতে আসা হাজারো পর্যটক।
শুক্রবার (৫ নভেম্বর) থেকে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
একই সঙ্গে খাগড়াছড়ি থেকে সাজেকগামী যানবাহনের প্যাকেজ অনুপাতে ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়া বাড়িয়েছে পরিবহন সংগঠনগুলো। যানবাহন বন্ধ থাকায় পর্যটকরা সমতলেও ফিরতে পারছেন না।
খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ ও পার্বত্য যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশলয় তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, তেলের মূল্য বৃদ্ধির কারণে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটকবাহী পিকআপের ভাড়া ৫ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা আর সাজেকে এক রাত্রিযাপন ৭ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার ৩০০ টাকা করা হয়েছে।
এছাড়া সাজেকে এক রাত্রিযাপন এবং খাগড়াছড়ি পর্যটন স্পট ভ্রমণ যেখানে আগে ছিল ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা ও সাজেকে দুই রাত্রিযাপন এবং খাগড়াছড়ি ভ্রমণ ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১৩ হাজার ২০০ টাকা করা হয়েছে।