• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘দেশ আগামীতে কোন জায়গায় পৌঁছাবে সেটা কল্পনাতীত’


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৫:২৭ পিএম
‘দেশ আগামীতে কোন জায়গায় পৌঁছাবে সেটা কল্পনাতীত’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, “বাংলাদেশ আজ যে জায়গায় পৌঁছেছে এবং আগামীতে যে জায়গায় পৌঁছাবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না।”

আজকে বাংলাদেশে নিউক্লিয়ার (পারমানবিক) বিদ্যুৎ তৈরি করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “আশা করছি কয়েক বছরের মধ্যে আমরা এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করব।”

রোববার (২৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ইয়াফেস ওসমান এসব কথা বলেন।

ইয়াফেস ওসমান আরও বলেন, “আমরা বিজ্ঞান ও প্রযুক্তির পথ ধরেই এগিয়ে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয় সার্বিকভাবে প্রতিটা মানুষকে বিজ্ঞান মনস্কভাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া গোপালগঞ্জে নির্মাণাধীন নিউক্লিয়ার মেডিসিন সেন্টার পরিদর্শন ও কাজের অগ্রগতির খোঁজ খবর নেন মন্ত্রী।

Link copied!