• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলো প্রশাসন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০৮:৩৯ পিএম
দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলো প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্যালো মেশিন চালিত দুটি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন খাল-বিল থেকে স্যালো মেশিন চালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে করে এলাকার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে নগরকান্দা পৌরসভার বালিয়া এলাকা থেকে দুটি স্যালো চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করা হয়।

অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়েন। এসময় পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা বলেন, “বিভিন্ন এলাকার খাল-বিলে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এসময় দুটি স্যালো চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করেছি।”

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!