চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও তেলকুপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন এবং ভারতীয় কালটার বিষ উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (১০ আগস্ট) পৃথক পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সোনামসজিদ বিওপির সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বাধীন টহল দল অভিযান পরিচালনা করেন। এ সময় মালিক এক লাখ ১০ হাজার টাকার ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে একই দিন বিকালে তেলকুপি বিওপির হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে তেলকুপি বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ৫ লিটার কালটার বিষ উদ্ধার করতে সক্ষম হয়।