রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে তারাগঞ্জে উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ নূরনবী পুলিশ জানান, উত্তরবঙ্গগামী হিমাচল পরিবহনের সঙ্গে ঢাকামুখী হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।