• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

দুই ট্রলারের সংঘর্ষে চিকিৎসকসহ নিখোঁজ ২


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৯:১৬ এএম
দুই ট্রলারের সংঘর্ষে চিকিৎসকসহ নিখোঁজ ২

ময়মনসিংহের ভালুকায় সরকারি হাসপাতালের ডাক্তার ও স্টাফদের পিকনিকের ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উরাহাটি গ্রামের ত্রিমোহনী নামক এলাকায় খিরু নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অমিত কুমার রায় ও তানভীর নামের এক ডেকোরেটর কর্মী।

সরকারি হাসপাতালের ডাক্তার ও স্টাফদের ২১ জন পিকনিকের উদ্দেশে ট্রলারযোগে খিরু নদী দিয়ে ভাটি এলাকায় যান। রাতে পিকনিক শেষে ভালুকায় আসার সময় উপজেলার উরাহাটি গ্রামের ত্রিমোহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী অপর একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকনিকের ট্রলারটি উল্টে যায়। এ সময় অন্যরা নদী থেকে তীরে উঠে এলেও দুই দুইজন নিখোঁজ হন। নিখোঁজ দুইজনকে উদ্ধারের জন্য ভালুকা ফায়ার সার্ভিসের টিম এখনো কাজ করে যাচ্ছে।

ভালুকার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ না তাদের পাওয়া যাচ্ছে, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!