• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

দুই মেয়রপ্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৮:৩৮ পিএম
দুই মেয়রপ্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌর নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম রতনের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. ইশারত আলী ও আটঘরিয়া পৌর আওয়ামী লীগের সদস্য মো. আশরাফউজ্জামান জুয়েলকে বহিষ্কার ও দলীয় সাধারণ পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত ও পাঠানো চিঠির নির্দেশনা ও দলীয় গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা লংঘনের অভিযোগে ১২ ডিসেম্বর থেকে সংগঠনের পদ হতে বহিষ্কার ও দলীয় সাধারণ পদ হতে অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কৃত মো. ইশারত আলী ‘জগ প্রতীক’ ও মো. আশরাফউজ্জামান জুয়েল ‘নারিকেল গাছ প্রতীক’ নিয়ে আটঘরিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম রতনের বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

Link copied!