• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত উত্তরা গণভবন ও রাজবাড়ি


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৪:৩২ পিএম
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত উত্তরা গণভবন ও রাজবাড়ি

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে নাটোরের উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০টায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ দর্শনার্থীদের হাতে টিকিট তুলে দিয়ে গণভবন ও রাজবাড়ী উন্মুক্ত করে দেন। 

সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্ক পরিধান করে দর্শনার্থীরা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। দীর্ঘ দিন পর পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেওয়ায় খুশি দর্শনার্থীরা।

এর আগে করোনার প্রথম ঢেউয়ে ২০২০ সালের ২৬ মার্চ থেকে ২০২১ সালে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি বন্ধ ছিল। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এ বছরের ৫ এপ্রিল থেকে উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয়।

উত্তরা গণভবনের ব্যবস্থাপক খায়রুল বাশার বলেন, “দীর্ঘ পাঁচ মাস পর উত্তরা গণভবন খুলে দেওয়া হয়েছে। এজন্য গণভবনের মূল প্রবেশে মাস্ক, স্যানিটাইজার রাখা হয়েছে। দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে উত্তরা গণভবনে প্রবেশ করতে পারবে।”

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী আজ (১৯ আগস্ট) থেকে নাটোরের সকল পর্যটন কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে। তবে এসব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।”
 

Link copied!