• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘থানায় বেআইনি আবদার চলবে না’


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৪:০৩ পিএম
‘থানায় বেআইনি আবদার চলবে না’

নাটোর জেলার গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন বলেছেন, থানায় বেআইনি আবদার চলবে না। মামলা করতে কোনো টাকা লাগবে না। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানায় নিজ কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

ওসি মোহাম্মদ আব্দুল মতিন মঙ্গলবারই গুরুদাসপুর থানা যোগ দেন।

ওসি আরও বলেন, “কেউ থানায় এসে সেবা না পেয়ে হয়রানি হলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি যত দিন দায়িত্বে আছি তত দিন কারও বেআইনি আবদার গ্রহণ করা হবে না।”

এ সময় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে আব্দুল মতিন আরও বলেন, “গুরুদাসপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। মাদকসহ সব অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আলী আক্কাছ, দৈনিক দিবারাত্রীর সম্পাদক আতহার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা।

Link copied!