তুলাগাছে বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে একজনের মৃত্যু


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২, ১১:৫৭ এএম
তুলাগাছে বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে একজনের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় শিমু‌ল তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর ইসলাম (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

 শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগামধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হাফিজুল ইসলাম উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের পদিমহাসরা গ্রামের মৃত খোরশেদ তরফদারের ছেলে।

স্থানীয়রা জানান, হাফিজুর সকালে শিমুল তুলা পাড়তে গাছে ওঠেন। একপর্যায়ে গাছ থেকে একটি শিমুলের ডাল ভেঙে বিদ্যুতের তারে গিয়ে ছিটকে পড়েন তিনি। এই সময় বিদ্যুতের তার থেকে ডাল‌টি নি‌চে ফেলে দেওয়ার চেষ্টা করলে সেই তারে জড়িয়ে যান। প‌রে স্থানীয়রা হাফিজুরকে বিদ্যুতের তারে ঝুল‌তে দে‌খে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। ফায়ার সা‌র্ভিসের কর্মীরা হাফিজুরের মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, হাফিজুর ঘোগা মধ‌্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিমুল তুলা পাড়তে গাছে উঠেছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়‌্যার হাউস ইন্স‌পেক্টর নাদির হোসেন জানান, মরদেহটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!