ড্রেনে অটোরিকশা, দুইজনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৪৯ এএম
ড্রেনে অটোরিকশা, দুইজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বৃষ্টির পানিতে পথ ভুলে সিএনজিচালিত অটোরিকশা ড্রেনে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দুই নম্বর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন খদিজা বেগম (৬৫) ও অটোরিকশা চালক মো. সুলতান (৩৪)।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বায়েজিদ স্টেশন সূত্রে জানাগেছে, সিএনজি ডুবে যাওয়ার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ও বায়েজিদ স্টেশন থেকে তিনটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় ডুবুরিও আসে। সিএনজি তুলে আনার পর এ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন জানান, ষোলশহরে বৃষ্টির পানিতে পথ ভুলে সিএনজিচালিত অটোরিকশা ড্রেনে পড়ে চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যান।

Link copied!