• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য আটক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১১:৩৬ এএম
অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণি ইউনিয়নের চরগাসিয়ায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার আবুল কালামের ছেলে ইব্রাহিম (৩৭) ও হাতিয়ার শূন্যেরচরের আব্দুল হকের ছেলে সোহরাব হোসেন (৩২)।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা উপকূলীয় অঞ্চলের ডাকাতির সঙ্গে জড়িত।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, অভিযানে ২টি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, সিমসহ ৩টি মোবাইল ও নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ আরও জানান, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তারা উপকূলের হাতিয়া, রামগতি এলাকার বাসিন্দাদের খুন, চাঁদাবাজি, নৌ-ডাকাতি, অপহরণ করতেন।

অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

Link copied!