• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০২:০৮ পিএম
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেল লাইন পার হওয়ার সময় টাঙ্গাইল কমিউটার ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সাব্বিরের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়।

নিহতের ভাতিজা আবু রায়হান জানান, তারা ঠাকুরগাঁও থেকে বাস যোগে ঢাকা যাচ্ছিলেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাসটি আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে বাসে ত্রুটি দেখা দেয়। এ সময় সাব্বির হোসেন প্রকৃতির ডাকে সারা দিয়ে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
 

Link copied!