• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৭:০২ পিএম
ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে যুগল সূত্রধর (৬৫) নামে এক মানসিক প্রতিবন্ধী মারা গেছেন।

শুক্রবার (৮ অক্টোবর) বেলা পৌনে তিনটার দিকে উপজেলার কৈডাঙ্গা গ্রামের রেলসেতুর পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মানসিক প্রতিবন্ধী যুগল প্রায় এক বছর ধরে উপজেলার কৈডাঙ্গা বাজারে বিভিন্ন দোকানের বারান্দায় ও রাস্তার ধারে থাকতেন।

আজ দুপুরে যুগল সেতুর পূর্ব পাড়ে রেল লাইনের ওপর শুয়ে ছিলেন। পৌনে তিনটার দিকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। 

কৈডাঙ্গা গ্রামের ইউপি সদস্য সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরিবারের সন্ধান না পাওয়ায় মরদেহ সৎকারের ব্যবস্থাও করবে প্রশাসন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!