নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (আনুমানিক ২৮) একজন নিহত হয়েছে।
সোমবার(১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের অদূরে শোব নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেলওয়ে ব্রিজের উপর দিয়ে পারাপারের সময় নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন।”




































