রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলী এলাকায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহবুবুর রহমান নামের একজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে এবং দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়াগামী ট্রাক এবং রাজবাড়ীমুখী প্রাইভেটকার আমতলী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি যানই ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক মাহবুবুর রহমান। প্রাইভেটকারটিতে আর কোনো যাত্রী ছিল না। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক।
গান্ধীমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক। নিহতের স্বজনদের বার্তা পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































