নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বড়পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইমাম হোসেন (৪২)। তিনি সেনবাগ পৌরসভার সাহপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌমুহনী বাজার থেকে সেনবাগের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা যোগে আসছিলেন ইমাম হোসেনসহ ৩ যাত্রী। পথে তাদের গাড়িটি জমিদারহাট পার্শ্ববর্তী বড়পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমাম হোসেন নিহত হন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দু’টিসহ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।