• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:৫২ পিএম
ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শহরের কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুস সামাদ উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের মৃত কুদরত আলীর ছেলে। তিনি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকেলে আব্দুস সামাদ মোটরসাইকেলে তেল ভরতে মহেশপুর ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!