পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর বাজারে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ইসলামগাঁতি গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৭০) ও তার ছেলে মাহাতাব উদ্দিন (৩৫)।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে মা ও ছেলে দাশুড়িয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় কালিকাপুর বাজারে পৌঁছামাত্র মোটরসাইকেলটি পাকা রাস্তায় ছিটকে দুজন পড়ে যায়।
এসময় মমতাজ বেগম মহাসড়কে ছিটকে পড়ে থাকলে পেছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় ঘাতক ট্রাকটি কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ সদস্য ঘটনাস্থল গিযে রক্তাক্ত আহত অবস্থায় ছেলে মাহতাবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সড়ক নিরাপদ আইনে একটি মামলা হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের কোনো দাবি না থাকার কারণে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































