সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে শ্রীকোলা মোড় এলাকায় মহাসড়ক পার হয়ে শহরের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ভ্যানটি। এ সময় পাবনাগামী একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় ভ্যানের ৩ যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।