• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

টিকা কেন্দ্রে অনিয়মের প্রতিবাদ করায় লাঞ্ছিত নার্স 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ১১:১৮ এএম
টিকা কেন্দ্রে অনিয়মের প্রতিবাদ করায় লাঞ্ছিত নার্স 

টিকাদান কর্মসূচিতে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স আফসানা আক্তার শান্তাকে (৩৭) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে হাসপাতালের করোনা টিকাকেন্দ্রে ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান তাকে ঘুষি মারেন বলে অভিযোগে উঠেছে। বুধবার (১১ আগস্ট) নার্স আফসানা আক্তার শান্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

হাসপাতালের টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন স্বেচ্ছাসেবী জানান, তারা স্বেচ্ছাসেবী হিসেবে ঐ টিকাকেন্দ্রে কাজ করেন। কিন্তু হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান প্রায়ই তাদের কাছ থেকে চাঁদা হিসেবে ১০০ টাকা করে নেন। আজ তারা বিষয়টি জ্যেষ্ঠ স্টাফ নার্স আফসানাকে জানান। তারা আরো জানান, স্বেচ্ছাসেবীরা প্রতিদিন ২০০ টাকা করে ভাতা পান।

আফসানা আক্তার জানান, স্বেচ্ছাসেবীরা তার কাছে আতিয়ারের চাঁদাবাজির বিষয়ে অভিযোগ করেন। বেলা দুইটার দিকে আতিয়ার টিকাকেন্দ্রে এলে আফসানা আক্তার চাঁদাবাজির প্রতিবাদ করেন। তিনি আগামীতে এ ব্যাপারে সতর্ক থাকতে আতিয়ারকে পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শী জানান, আফসানা ঐ কথা বলার সঙ্গে সঙ্গে ওয়ার্ড মাস্টার আতিয়ার ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি আফসানার বাম হাতে পরপর তিনটি ঘুষি মারেন।

এ ব্যাপারে আতিয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান। তিনি বলেন, “বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে ঐ স্টাফ নার্স এ ব্যাপারে তাকে কিছু জানাননি। তিনি (স্টাফ নার্স) ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।

পরিচালকের এ দাবি নাকচ করে জ্যেষ্ঠ স্টাফ নার্স আফসানা আক্তার শান্তা বলেন, “তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে পরিচালককে জানিয়েছেন। কিন্তু পরিচালক এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, “ঘটনাটি জানার পর পুলিশের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঐ নার্স থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগ পাওয়ার পর ওয়ার্ড মাস্টার আতিয়ারকে আটক করেছি।”
 

Link copied!